কৃষি তথ্য সার্ভিস
পেঁপে
পাকা পেঁপে ভিটামিণএ সমৃদ্ধ ।কাঁচা পেঁপেতে প্রচুর পরিমাণে পেপেইন নামক হজমকারী দ্রব্য থাকে।অজীর্ণ,কৃমি সংক্রমণ,আলসার,ত্বকে ঘা,কিডনি ও ক্যান্সার নিরাময়ে কাজ করে।পাকা পেঁপে ফল ও কাঁচা পেপে সবজি হিসেবে খাওয়া যায়।
আম
পাকা আম ক্যারোটিনে ভরপুর। এছাড়া প্রচুর পরিমানে খনিজ পদার্থ থাকে।আমের শুকনো মুকুল পাতলা পায়খানা, প্রস্রাবের জ্বালা উপশমে ব্যবহার করা যায়। আম লিভার ও যকৃতের জন্য উপকারি।চাটনি, আচার, জুস ও ক্যান্ডি।
কাঁঠাল
কাঁঠালের আমিষ ও ভিটামিন এ সমৃদ্ধ।কাঁঠালের শাঁস ও বীজকে চীন দেশে বলবর্ধক হিসেবে ব্যবহার করা হয়। কাঁঠালের শিকড়ের রস জ্বর ও পাতলা পায়খানা নিরাময়ে ব্যবহার করা হয়।
লিচু
লিচু ভিটামিন বি, ভিটামিন সি সমৃদ্ধ।বোলতা, বিছে কামড়ালে এর পাতার রস ব্যবহার করা যায়। কাঁশি, পেটব্যাথা, টিউমার এবং গ্ল্যান্ডের বৃদ্ধি দমনে লিচু ফল কার্যকর।
বীজআইন ১৯৯৭সালেবীজআইন(সংশোধিত) প্রনীতহয়।বীজবিপণনেরক্ষেত্রেএআইনকার্যকররয়েছে।আইনঅনুযায়ীনিয়ন্ত্রিতফসলেরবীজবিক্রয়েরজন্যজাতেরনিবন্ধনএবংবীজডিলারেরনিবন্ধনবাধ্যতামূলক।এআইনেপ্যাকেটজাতকরেবীজবিক্রয়এবংপ্যাকেটেলেবেললাগানোওবাধ্যতামূলককরাহয়েছে। পূর্বেরবীজবিধিবাতিলকরে১৯৯৮সারে নতুনবীজবিধিপ্রবর্তনকরাহয়।এবিধিবীজমাননিয়ন্ত্রণসংক্রান্তকার্যপরিচালনায়প্রয়োগকরাহয়।বীজবিধিতেব্রিডারসিড(মৌলবীজ), ফাউন্ডেশন সিড( ভিত্তিবীজ) এবংসার্টিফাইডসিড(প্রত্যয়িতবীজ) ছাড়াআরোএকটিবীজবিপণনকরারব্যবস্থারয়েছে।নতুনশ্রেনীকেমানঘোষিতবীজ(ট্রুথফুলিলেবেলডসিড) হিসেবেআখ্যায়িতকরাহেয়েছে। বীজসংক্রান্তঅন্যান্যআইন বীজবিপণনসংক্রান্তউপরোক্তবিধিবিধানছাড়াওআরোকিছুআইনরয়েছেসেগুলোবীজব্যবসারক্ষেত্রেপ্রযোজ্যহতেপারে।এগুলোরএকটিহলো’ট্রেডমার্কএ্যাক্ট১৯৪০’ যারঅধীনেনিজেরকোম্পানিবাবীজেরক্ষেত্রেট্রেডমার্কব্যবহারকরাযেতেপারে।এআইনেএকইধরনেরঅন্যকোনোট্রেডমার্কেরনিবন্ধননিষিদ্ধকরাহয়েছে।অন্যআইনটিহলো'ওজনওপরিমাপেরমানসম্পর্কিতঅধ্যাদেশ১৯৮২'। এআইনেমোড়ককৃতপণ্যসম্পর্কিতবিধানেবলাহধেয়ছে, কোনব্যক্তিইমোড়কেরউপরেপণ্যেরবর্ণনা, নিটপরিমান, সঠিকসংখ্যা, বিক্রয়মূল্যউল্লেখনাকরেমোড়কজাতপণ্যউৎপাদন, বিতরণ, সংরক্ষণ, হস্তান্তরবাবিক্রয়করতেপারবেননা।তাছাড়াপ্রতিটিমোড়কেউৎপাদকএবংমোড়ককারীবাপরিবেশকেরনামউল্লেখকরতেহবে। আইনঅনুযায়ীবীজব্যবসা বর্তমানেদেশেপাঁচটিফসলযথা- ধান, গম, পাট, আলুএবংআখনিয়ন্ত্রিতফসলহিসেবেবিবেচিতহচ্ছে।এফসলপাঁচটিরবীজব্যবসাকরতেহলেঅনুমোদিতজাতেরবীজব্যবহারকরতেহবে।অথবানিজেকোনোনতুনজাতউদ্ভাবনকরলেতাজাতীয়বীজবোর্ডথেকেঅনুমোদনকরিয়েনিতেহবে।এছাড়াকোনোকোম্পানিরবাসংস্থারপ্রত্যয়িতবীজতাদেরসাথেচুক্তিরমাধ্যমেবিক্রয়করেব্যবসাকরাযেতেপারে।নিজেঅনুমোদিতজাতেরবীজেরমানঘোষিতশ্রেণীরবীজউৎপাদনকরেব্যবসাকরতেপারেন।নিয়ন্ত্রিতফসলেরসংখ্যাবীজশিল্পেরউন্নয়নেরসাথেসাথেকমবেশিহতেপারে। ধান, গম, পাট, আলুওআখছাড়াবাকিসবফসলঅনিয়ন্ত্রিত।অনিয়ন্ত্রিতফসলেরবীজব্যবসায়তেমনকোনোবিধিনিষেধনেই।তবেকোনোব্যক্তিবাপ্রতিষ্ঠানযখনকোনোনতুনজাতনিজস্বহিসেবেবিক্রয়করেব্যবসাকরতেচায়তখনকিছুআনুষ্ঠানিকতাপালনকরতেহয়।প্রথমতনির্দিষ্টফরমেজাতীয়বীজবোর্ডেরনিকটআবেদনকরেবীজডিলারহিসেবেনিবন্ধিতহতেহবে।তারপরনিবন্ধনপেলেনির্দিষ্টজাতেরবীজউৎপাদনওবাজারজাতকরাযাবে। স্বাস্থ্যসেবা আমাদের অন্যতম মৌলিক চাহিদা। প্রতিদিনই আমাদের অসংখ্য স্বাস্থ্যবিষয়ক তথ্যের দরকার হয়। সর্বসাধারণকে তথ্য ও আনুষঙ্গিক সেবা প্রদানের উদ্দেশ্যে পরিচালিত ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্রগুলো থেকে সবাইকে যথা সময়ে সঠিক স্বাস্থ্য তথ্য সরবরাহ করার উদ্দেশ্যেই জাতীয় ই-তথ্যকোষের স্বাস্থ্য পাতাটি। বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহ তাদের তৈরি ও প্রকাশিত স্বাস্থ্যবিষয়ক তথ্যাদি স্বতঃস্ফূর্তভাবে পরিবেশন করে তথ্যকোষের স্বাস্থ্য বিভাগকে সমৃদ্ধিতে সহায়তা করেছেন। |
|